- Home
- West Bengal
- West Bengal News
- রাতে আরও বাড়বে বৃষ্টি, সতর্কতা এই তিন জেলায়, দেখে নিন কতটা হবে ভোগান্তি
রাতে আরও বাড়বে বৃষ্টি, সতর্কতা এই তিন জেলায়, দেখে নিন কতটা হবে ভোগান্তি
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে। তিন জেলায় হল সতর্কতা। দেখে নিন কাদের বাড়বে ভোগান্তি।
- FB
- TW
- Linkdin
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টি। আরও রাতে বাড়বে বৃষ্টি। এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে।
সদ্য তিন জেলাকে সতর্ক করল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, এ রাজ্যের বায়ুমণ্ডলের ওপর সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা।
সে কারণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর রাতে আরও বাড়বে বৃষ্টি।
সারাদিন পর রাতেও চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতা, হাওড়া ও হুগলিতে বাড়বে বৃষ্টি। এই তিন জেলাকে সতর্ক করা হয়েছ।
শুক্রবার রাতেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এই খবর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। সঙ্গে বজ্র বিদ্যুৎ প্রসঙ্গে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
কলকাতার সঙ্গে ভিজবে হাওড়া এবং হুগলি। সেখানে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে সর্বত্র। কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। দিনের শেষেও রেহাই মিলল না। উল্টে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বাধিক ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে নিম্নচাপ ইয়াগির প্রভাবে শনিবারও হবে বৃষ্টি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে শনিবার বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে আগামী ২ দিনের মধ্যে বাংলায় গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। যে কারণে উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বিস্তর।