- Home
- West Bengal
- West Bengal News
- তীব্র গরম থেকে মিলবে স্বস্তি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা
তীব্র গরম থেকে মিলবে স্বস্তি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা
বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনের জেরে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি। তীব্র গরম থেকে মিলবে মুক্তি?
- FB
- TW
- Linkdin
)
তীব্র গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন। এরই মধ্যে দিয়ে তৈরি হয়েছে একটি সক্রিয় অক্ষরেখা।
এই অক্ষরেথা বিস্তৃত হয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত।
যে কারণে বুধবার থেকে বদল হতে শুরু করেছে আবহাওয়া। আজও হতে পারে ঝড় বৃষ্টি।
মিলবে গরম থেকে মুক্তি। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আছে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণের জেলায় তাপমাত্রা ৩৫-র ওপরে। জেলাগুলোতে আছে তাপপ্রবাহের সতর্কতা। এরই মাঝে এল কালবৈশাখীর পূর্বাভাস। জারি হল হলুদ ও কমলা সতর্কতা।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ শিলাবৃষ্টি হতে পারে। জেলায় জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে জেলা গুলোতে।
আবহাওয়া দফতরের খবর অনুসারে, উত্তরের জেলগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে।
সব মিলিয়ে কদিন মুক্তি মিলতে চলেছে এই তীব্রগরম থেকে। হতে পারে কালবৈশাখী।