সংক্ষিপ্ত

হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী কলকাতায় এখনই বৃষ্টির কোনও খবর নেই। হালকা শীতের আমেজ অনুভব করবেন সকলে। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাতের তাপমত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সরস্বতী পুজোর পরে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে গোটা একাধিক জেলায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঘ্গ মিলিয়ে একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী কলকাতায় এখনই বৃষ্টির কোনও খবর নেই। হালকা শীতের আমেজ অনুভব করবেন সকলে। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। তেমন সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা আমেজ অনুভব করবেন সকলে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিস ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তেমনই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। মঙ্গলবার শহরে বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে, বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন এবং তারপরের দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

শহরের বিভিন্ন অংশে আংশিক মেঘলা আকাশের সাক্ষ্মী ছিলেন সকলে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী সেলসিয়াস।