- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: মকর সংক্রান্তির আগেই কী শীত গায়েব? কলকাতার তাপমাত্রা একধাক্কায় বাড়ল ২ ডিগ্রি
Weather Update: মকর সংক্রান্তির আগেই কী শীত গায়েব? কলকাতার তাপমাত্রা একধাক্কায় বাড়ল ২ ডিগ্রি
- FB
- TW
- Linkdin
শীতের হাওয়া
এবার টানা শীত থাকলই না। নভেম্বের হঠাৎ করে শীত পড়লেও ডিসেম্বরের মাঝামাঝিতে তা গায়েব হয়ে যায়। জানুয়ারির প্রথম থেকেই শীতের দাপট কিছুটা হলেও বাড়তে থাকে।
সপ্তাহ শুরুতে শীতের দাপট
চলতি সপ্তাহের শুরুতেই শীতের হাওয়ার দাপট বাড়ছিল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির আশেপাশে।
শনিবারের তাপমাত্রা
শনিবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রাও অনেকটাই নেমে গিয়েছিল।
আজ কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার তাপমাত্রা একধাক্কায় ২ ডিগ্রি বেড়ে গিয়েছে।
আগামী দিনের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বভাস আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। অর্থাৎ গরম আরও বাড়বে।
শীতের আমেজ
রাজ্যের প্রায় সর্বত্রই আপাতত শীতের আমেজ থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট।
সোম ও মঙ্গলবারের আবহাওয়া
সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
কলকাতার আবহাওয়া
কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে।
কলকাতায় কুয়াশা
সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা থাকছে কলকাতা-সহ পাঁচ জেলায়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন কুয়াশা থাকছে। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে।
মকর সংক্রান্তির আবহাওয়া
মকর সংক্রান্তিতে তেমন ঠান্ডা থাকবে না বলেও মনে করছে আবহাওয়াবিদরা। তবে মরক সংক্রান্তির দিন বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।