- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস, আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর
Weather News: দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস, আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর
- FB
- TW
- Linkdin
সকাল থেকে চড়া রোদ্দুর, তারপর ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী।
দক্ষিণবঙ্গের আকাশ সারা দিন ধরে বিক্ষিপ্তভাবে মেঘলা, মাঝে মাঝে হালকা ঝিরঝিরে বৃষ্টি হওয়ার জেরে প্রচুর জলীয় বাষ্পের আধিক্য।
এর ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বেড়েছে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রাও পৌঁছে গিয়েছে প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি।
তবে, এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারও বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই। তবে, আপাতত ২ দিন ধরে তাপমাত্রার পরিবর্তন হবে না।
বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী ২ দিনের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, শনিবার, পঞ্চায়েত নির্বাচনের দিন থেকে, সোমবার, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া অনুকূল থাকতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, কমলা সতর্কতা আপাতত জারিই থাকছে।
অতি ভারী বৃষ্টির জন্য জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।
দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন-
Sovan Baisakhi Marriage: শোভন বৈশাখীর বিয়ে? মিডিয়া রিপোর্ট ঘিরে তোলপাড় কাণ্ড
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা
ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে স্লোগান উঠল ‘খালিস্তান দীর্ঘজীবী হোক’, আমেরিকায় আক্রমণের শিকার ভারত