- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: আবহাওয়ার বড় আপডেট! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির লাল সতর্কতা জারি
Weather News: আবহাওয়ার বড় আপডেট! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির লাল সতর্কতা জারি
- FB
- TW
- Linkdin
শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘ জমে শুরু হয়েছে বৃষ্টি। একই আবহাওয়া দেখা গেছে রবিবারেও।
সোমবারও প্রায় সারা দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
সকাল থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। অন্ধকার ঘনিয়ে শহর জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি।
কলকাতা ও তার পার্শ্ববর্তী সমস্ত জেলায় সোমবার প্রায় সারা দিন জুড়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে কমে নেমে গিয়েছে প্রায় ৩২ ডিগ্রির কাছাকাছি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন পাঁচেক ধরে তাপমাত্রার পারদ প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে বৃষ্টি শুরু হয়ে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে হু হু করে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর জল।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত হওয়ার লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার।
দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-
আপনি কি ম্যাট্রিমোনিয়াল সাইটে বিয়ের পাত্র-পাত্রী খুঁজছেন? তাহলে এই ৫টি মিথ্যা থেকে সাবধান
যুবনেতাদের সমাবেশে ধুন্ধুমার! চেয়ার ছোড়াছুড়িতে মেতে উঠলেন মুম্বইয়ের যুব কংগ্রেস কর্মীরা
বাঁদরের গলায় লোহার চেন, চোখে আইশ্যাডো! নাইট ক্লাবের থিম পার্টি দেখে হতবাক স্বস্তিকা, অনিন্দ্য