সংক্ষিপ্ত
হিমেল হাওয়ায় রূপ বদলাচ্ছে আবহাওয়া। যদিও বেলা কিছুটা বাড়লে দেখা যাচ্ছে রোদের তেজ রয়েছে ভালোই।
গত দশ বছরের মধ্যে অক্টোবর মাসে সবচেয়ে শীতল দিন ছিল গতকাল শনিবার। এরপর আজ রবিবারেও কলকাতায় তাপমাত্রার পারদ রইল নীচের দিকেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারের তুলনায় রবিবারের তাপমাত্রা অল্প কিছুটা বেশি হলেও আজও তাপমাত্রা রয়েছে কুড়ির ঘরেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবারের চেয়ে এই মাত্রা আজ সামান্য বেশি।
ঘূর্ণিঝড় সিত্রাং পেরিয়ে যাওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিন ভোরের দিকে আবহাওয়ার শীতল আভাস বঙ্গে শীত আসার আগমনী জানান দিচ্ছে। হিমেল হাওয়ায় রূপ বদলাচ্ছে আবহাওয়া। যদিও বেলা কিছুটা বাড়লে দেখা যাচ্ছে রোদের তেজ রয়েছে ভালোই। ছট পুজোর আগেই শনিবার এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, গত দশ বছরে অক্টোবর মাসের কোনওদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ এতটা নীচে নামেনি। এর আগে শেষবার ২০১২ সালের ২৮ অক্টোবরে শহরের তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারের তাপমাত্রা জানার পর সাধারণ মানুষের মনে শীতকাল দ্রুত চলে আসা নিয়ে জেগেছে প্রশ্ন।
শনিবারের পর রবিবার সকালেও তাপমাত্রার পারদে আগেরদিনের চেয়ে খুব বেশি বদল হল না। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেও রবিবার সকালে যথেষ্ট শিরশিরানি অনুভূত হয়েছে বাংলার জেলাগুলিতে। কোনও কোনও পথচলতি মানুষকে হালকা গরম জামাও গায়ে দিতে দেখা গেছে ছুটির সকালে। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার আকাশ প্রায় সারাদিন জুড়েই আংশিক মেঘলা থাকবে। উত্তরের পার্বত্য অঞ্চল এবং দক্ষিণের গাঙ্গেয় বঙ্গে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।
পুরোপুরি শীতকাল চলে না এলেও আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনও পুরোদমে শীত আসতে সময় লাগবে বলে জানাচ্ছেন আবহবিদরা। ভোরের দিকে শহরে কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন-
শালিমারে ছোট্ট দোকান থেকে দাউদাউ করে ছড়িয়ে পড়ল আগুন, ছট পুজোতেও অগ্নিকাণ্ড থেকে বাঁচল না বাংলা
জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন
‘কর্মীদের বেতনই দিতে পারবে না ভিখারি সরকার’, ছট পুজোর অনুষ্ঠানে এসে ফের রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর