- Home
- West Bengal
- West Bengal News
- শীতের হাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, পয়লা জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেখুন
শীতের হাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, পয়লা জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেখুন
আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে আর ৭ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের একাধিক স্থানের থেকে বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির।

শীতের দাপট
গতকালের মত আজও অব্যাহত রয়েছে শীতের দাপট। আজ তাপমাত্রার পারদ আরও একটু নিচের দিকে নামায় আজ ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু কতদিন এমন ঠান্ডা থাকবে? আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে আর ৭ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
আজ কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। তবে গতকালের মত এদিনও উত্তরবঙ্গের তাপমাত্রাকে টেক্কা দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
রাজ্যের শীতলতম স্থান
রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঠঙ্গের শীতলতম স্থান হল শ্রীনিকেতেন। তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে গিয়েছে। আলিপুরদুয়ারের তাপমাত্রাও ৮ ডিগ্রি। উত্তরবঙ্গের একাধিক জেলা আর দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা সমান। কালিম্পংএর মতই ঠান্ডা আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর।
পশ্চিমাঞ্চলের জেলায় শীতের দাপট
উত্তরবঙ্গের মতই কনকন ঠান্ডা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের তাপমাত্রা ক্রমশই নিম্নগামী। পানাগড়, ১০.৬, বর্ধমান ৮.৮,সিউড়ি ৯ ডিগ্রি। উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রাও নিম্নগামী। বসিরহাটের তাপমাত্রা ১১.৫, দিঘার তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের আর আগামী ৭ দিন উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তারপর ১-২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী ২ দিন, উত্তরবঙ্গে আগামী ৩ দিন কয়েকটি জায়গায় সামান্যা কুয়াশা দেখা যাবে ভোরের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রউজ্জ্বল আকাশ আর উত্তুরে হাওয়ার দাপট বাড়বে।
উত্তরবঙ্গকে টেক্কা দক্ষিণবঙ্গের
শীতে এবার উত্তরবঙ্গকে রীতিমত টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তাপমাত্রার পারদচিত্র তেমনই বলছে। বাঁকুড়ার তাপমাত্রা যেখানে। ৯ ডিগ্রি সেখানে কালিম্পং-এর তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। উত্তর থেকে দক্ষিণ আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই বলছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট।

