- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update Today: ঘূর্ণাবর্ত ও কালবৈশাখীর জোড়াফলা, আজ বিকেলের পর থেকেই দুর্যোগ শুরু
Weather Update Today: ঘূর্ণাবর্ত ও কালবৈশাখীর জোড়াফলা, আজ বিকেলের পর থেকেই দুর্যোগ শুরু
Weather Update of West Bengal: আজ, শনিবারও রাজ্যের একাধিক জেলার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে আলিপুর হাওয়া অফিস জারি করেছে কালবৈশাখীর সতর্কতা।

আজও ঝড়বৃষ্টি
আজ, শনিবারও রাজ্যের একাধিক জেলার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে আলিপুর হাওয়া অফিস জারি করেছে কালবৈশাখীর সতর্কতা।
ঘূর্ণাবর্তের অবস্থান
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তটি মালদা ও দিনাজপুরের ওপর রয়েছে।
অক্ষরেখার অবস্থান
ঝাড়খন্ড থেকে মধ্য আসাম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে।
জলীয় বাষ্প ঢুকছে
ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণে আজ, শনিবারও রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ- এই ৬টি জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ের গতিবেগ
সংশ্লিষ্ট জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কালবৈশাখীর সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা আর হুগলিতে হতে পারে কালবৈশাখী। বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার পরিস্থিতিত তৈরি হতে পারে।
কলকাতায় বৃষ্টি
শুক্রবার একাধিক জেলায় বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টি হয়নি। কিন্তু আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা
যদি দুপুরের পর থেকে ঝড়বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা অনেকটাই কমবে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পর থেকেই অস্বস্তি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

