- Home
- West Bengal
- West Bengal News
- Sunday Weather: রবিবার সকাল থেকেই বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
Sunday Weather: রবিবার সকাল থেকেই বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
বাংলায় বর্ষা এবার খামখেয়ালি। কখনও উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষা হচ্ছে। কখনও আবার বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার কেমন থাকবে আবহাও- রইল তারই তথ্য।

রবিবারের আবহাওয়া
সপ্তাহ শেষেই প্রবল বৃষ্টি হতে পারে - এমন আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত শনিবার থেকেই বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।
পাহাড়ে বৃষ্টি
রবিবার ছুটির দিনে পাহাড়েও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টি চলবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টি তলবে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। তারপর বৃষ্টি কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দেশের পূর্বাভাস
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশা ও ছত্তিশগড়ের জন্যও।
পাহাড়ে বৃষ্টি
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার হিমালয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নৈনিতাল, পিথরাগড়, বাগেশ্বরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ . ৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিকের তুলনায় কম। গত ২৪ ঘণ্টা ৯১ শতাংশ বৃষ্টি হয়েছে।
আগামিকালের পূর্ভাবাস
আগামিকালও কলকাতায় বৃষ্টি হবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি ও ৩৩ ডিগ্রির আশেপাশে।
এলনিনোর প্রভাব
গোটা ভারতেই এবার এলনিনোর প্রভাবে বর্ষা খামখেয়ালি। যার অন্যথা হয়নি এই রাজ্যেও।