- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বঙ্গ থেকে শীতের বিদায়? আবহাওয়ার আপডেট নিয়ে কী বলছে হাওয়া অফিস?
Weather News: বঙ্গ থেকে শীতের বিদায়? আবহাওয়ার আপডেট নিয়ে কী বলছে হাওয়া অফিস?
চলতি সপ্তাহের শুরু থেকেই বঙ্গের আকাশে জমতে শুরু করবে মেঘ। আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কনকনে শীতের পর জানুয়ারির শেষ থেকে একটু একটু করে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।
চলতি সপ্তাহের শুরু থেকেই বঙ্গের আকাশে জমতে শুরু করবে মেঘ। মঙ্গলবারের পর থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তার সঙ্গে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার দক্ষিণের প্রায় প্রত্যেক জেলাতেই বৃষ্টি হতে পারে, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে, তার পরিমাণ থাকবে খুবই সামান্য।
উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় সামান্য বৃষ্টিপাত হলেও অন্যান্য জেলাগুলিতে বুধবার পর্যন্ত আবহাওয়া প্রায় শুকনোই থাকবে।
বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে পারে, তবে তার পরিমাণ থাকবে খুবই সামান্য।
আকাশ মেঘলা থাকার দরুন আজ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।