- Home
- West Bengal
- West Bengal News
- Weather update: সন্ধ্যের পরই বদলে যাবে আবহাওয়া, ধেয়ে আসছে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়-সঙ্গে বৃষ্টি
Weather update: সন্ধ্যের পরই বদলে যাবে আবহাওয়া, ধেয়ে আসছে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়-সঙ্গে বৃষ্টি
weather update in west Bengal: বছরের শেষ দিনেও ঝড় বৃষ্টি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল অর্থৎ বছরের শেষ দিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- FB
- TW
- Linkdin
)
ঝড় বৃষ্টির সম্ভাবনা
গতকালের মত আজও কলকাতা সহ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বছরের শেষ দিনেও ঝড়বৃষ্টি
বছরের শেষ দিনেও ঝড় বৃষ্টি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল অর্থৎ বছরের শেষ দিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস এদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
কমলা আর হলুদ সতর্কতা
রাজ্যের অধিকাংশ জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ কয়েকটি জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
কলকাতায় বৃষ্টি
কলকাতা আর আশপাশের জেলাগুলিতে বিকেল থেকে রাতের দিক পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সোমবারই ঝড়বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সোমবার ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও কমবে। মঙ্গলবার আর্থাৎ পয়লা বৈশাখের দিন কিছুটা স্বাভাবিক থাকবে। আবারও বুধবার থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে।
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি আক ২৫ ডিগ্রি সেললিয়াস। আগামিকালও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলে ঝড়ের পূর্বাভাস
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মঙ্গলবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে চলতি সপ্তাহে আকাশ থাকবে মেঘলা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও, দার্জিলিং থেকে মালদহ অঞ্চল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার ও মঙ্গলবার বড় কোনও ঝড় বা ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাজ্যের ঝড়ের গতিবেগ
এদিকে ভিনরাজ্য আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।