- Home
- West Bengal
- West Bengal News
- মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রি? বইবে লু, আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রি? বইবে লু, আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। মার্চেই ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারি থেকে উর্ধ্বমুখী তাপমাত্রা। ইতিমধ্যেই হাসফাঁস জোগার হয়েছে। এরই মাঝে এল এক গুরুত্বপূর্ণ খবর।
আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জন্য বিরাট দিল হাওয়া অফিস।
আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা পৌঁছাবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর হাওয়া অফিসের কর্তারা আগেই জানিয়েছিলেন মার্চেই বাংলার তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের মাঝামাঝি সময় নামতে পারে তাপমাত্রা।
২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে গরম। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিক।
রাজ্যে নতুন করে আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। ৯ মার্চ এই প্রবেশ ঘটতে পারে। তবে জানা গিয়েছে, সপ্তাহান্তে বাড়বে গরম।
আজ মঙ্গলবার ন্যূনতম তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।
মঙ্গলবার শহরের বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৩২ থেকে সর্বোচ্চ ৮৯ শতাংশের মধ্যে থাকতে পারে।
এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।

