- Home
- West Bengal
- West Bengal News
- Rain forecast: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের ৯ জেলা ভাসবে প্রবল বৃষ্টিতে
Rain forecast: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের ৯ জেলা ভাসবে প্রবল বৃষ্টিতে
Rain forecast: হাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য ও উত্তর - পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

নিম্নচাপ অঞ্চল
বঙ্গোপসারে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। যা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে দক্ষিণবঙ্গের সোমবার থেকেই বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
ঘূর্ণাবর্তের অবস্থান
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য ও উত্তর - পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রবিবার সেই থেকেই তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ২৪ ঘণ্টার মধ্যে সেটি সক্রিয় হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৬ কিলোমিটার উপরে রয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
বৃষ্টি ভিজবে জেলা
সোমবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবারে সতর্কতা রয়েছে হাওড়া , দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গে চার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-এ বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হল ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দিনভর মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বুধ ও শুক্রবারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।