- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি চলতি সপ্তাহে, আলিপুর হাওয়া জানাল কেমন থাকবে পয়লা বৈশাখের দিন
Weather Update: ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি চলতি সপ্তাহে, আলিপুর হাওয়া জানাল কেমন থাকবে পয়লা বৈশাখের দিন
- FB
- TW
- Linkdin
ঝড় বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার বিকেল থেকেই রাজ্যের একাধিক এলাকা বজ্রবিদ্যুৎ-সব ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সকাল থেকেই মেঘলা আকাশ
এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তাপমাত্রার পারদও ছিল নিম্নগামী। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম।
আগামী পাঁচ দিন
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কেনও কোনও হেরফেল হবে না। প্রবল গরম না পড়ার সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিসের ওয়েব সাইট।
পয়লা বৈশাখের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের ওসেবসাইট অনুযায়ী ১৩ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনেই মোটের ওপর স্বস্তিজনক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশ থাকবে।
তাপপ্রবারের সতর্কতা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আগামী ১২ এপ্রিল পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তাপমাত্রার পারদ থাকবে ৩৭ ডিগ্রির আশেপাশে।
ঝড়ের কথা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
কালকের পূর্বাভাস
দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং-এর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি অংশের জন্য কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবারের পূর্বাভাস
মঙ্গলবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বাকি অংশের জন্য কোনও পূর্বাভাস নেই ঝড় বৃষ্টির।
বৃহস্পতিবারের পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঘঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।