- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা, জেনে নিন আজ কেমন থাকবে শহরের আবহাওয়া
Weather Update: টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা, জেনে নিন আজ কেমন থাকবে শহরের আবহাওয়া
Weather Update today" দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। হাওয়া অফিস জানিয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

ক্রমে বেড়ে চলছে গরমের তীব্রতা। নাজেহাল অবস্থা প্রায় সকলের।
দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত কারণে আরও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছে।
কবে বর্ষা আসবে সেই অপেক্ষায় সকলে। এরই মাঝে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গতি দিল হাওয়া অফিস।
আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনই জানিয়েছে হাওয়া অফিস। শুধু আজ নয়, আগামী শনিবার পর্ঠন্ত হতে পারে বৃষ্টি।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।
আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হবে অধিক বৃষ্টি সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাতে আজ হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়।
আজ বৃষ্টির জেরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ আর সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে যেহেতু উত্তর বঙ্গে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে তাই সেখানে আছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজরপরে আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

