Weather News: সপ্তাহান্তে পারদ পতন, ধাপে ধাপে শীত ফিরতে পারে বাংলায়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, শুক্রবার থেকে বাংলায় শুরু হচ্ছে শীতের নতুন পর্যায়।
| Published : Jan 12 2024, 06:56 AM IST
- FB
- TW
- Linkdin
জানুয়ারির শুরু থাকা তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, শুক্রবার থেকে বাংলায় শুরু হচ্ছে শীতের নতুন পর্যায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কেরলে। সেটি অবস্থান করছে ভারত মহাসাগরের উপর।
শুক্রবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের পার্বত্য এলাকার উপর দিয়ে যেতে পারে। সেজন্য পাহাড়ি জেলাগুলোতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি নামতে পারে।
শুক্রবার থেকে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি এবং কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে যে, শীতের এই দ্বিতীয় ইনিংস কমপক্ষে ৫ থেকে ৬ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। রবিবারের মধ্যে কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রি বা তার নীচে।
পশ্চিমের জেলাগুলিতে একেবারে ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা।
দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।