- Home
- West Bengal
- West Bengal News
- অস্বস্তিকর গরমের সঙ্গে তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ, রবিবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
অস্বস্তিকর গরমের সঙ্গে তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ, রবিবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
Hot Weather: অস্বস্তির গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। তবে বৃষ্টি হবে। কিন্তু স্বস্তি পাওয়া যাবে না বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

অস্বস্তি অব্যাহত
অস্বস্তির গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। তবে বৃষ্টি হবে। কিন্তু স্বস্তি পাওয়া যাবে না বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
তাপপ্রবাহ
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ চলবে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৩
তাপপ্রবাহ
তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে
অস্বস্তিকর আবহাওয়া
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে গরমের অস্বস্তি জারি থাকবে
তাপমাত্রা বাড়বে
আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও চড়তে পরে। ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
তাপমাত্রা একই থাকবে
তারপরের চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গে।
বৃষ্টির সম্ভাবনা
উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে বৃষ্টি
আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং আর কোচবিহারে।
উত্তরবঙ্গে তাপপ্রবাহ
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে
কলকাতার তাপমাত্রা
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৯ ডিগ্রি। কলকাতায় বুধবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।
সবথেকে গরম
উত্তরবঙ্গে সবথেকে গরম মালদায়। সেখানে তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণবঙ্গের উষ্ণস্থান কলাইকুণ্ডা। তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি
তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী।

