- Home
- West Bengal
- West Bengal News
- জগন্নাথ মন্দির বিতর্কে জেরবার দিলীপ ঘোষ, এবার 'ফিরিস্তি' দিতে গেলেন RSS নেতাদের কাছে
জগন্নাথ মন্দির বিতর্কে জেরবার দিলীপ ঘোষ, এবার 'ফিরিস্তি' দিতে গেলেন RSS নেতাদের কাছে
Dilip Ghosh Meet RSS: দিঘার জগন্নাথ মন্দির বিতর্ক এখনও পিছু ছাড়তে নারাজ দিলীপ ঘোষের। জগন্নাথ মন্দির বিতর্ক ইস্যুতে এবার দিলীপ গেলেন আরএসএস নেতাদের কাছে।

জগন্নাথ মন্দির বিতর্ক
দিঘার জগন্নাথ মন্দির বিতর্ক এখনও পিছু ছাড়তে নারাজ দিলীপ ঘোষের। জগন্নাথ মন্দির বিতর্ক ইস্যুতে এবার দিলীপ গেলেন আরএসএস নেতাদের কাছে।
দিলীপকে তলব
দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে যত না বেশি বিতর্ক হয়েছে রাজ্যে ও বিরোধী দলের মধ্যে তার থেকেও বেশি বিতর্ক হয়েছে তাঁর নিজের দল বিজেপি।
দিলীপ-শুভেন্দু দ্বৈরথ
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী- বিজেপি দুই নেতার মধ্যে চাপান উতোর রয়েছে বলে বিজেপিতেও গুঞ্জন রয়েছে। কিন্তু দিলীপের জগন্নাথ দর্শন নিয়ে তা আবারও প্রকাশ্যে আস।
আরএসএস-এর তলব
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে তলব করেছিল আরএসএস নেতারা। তাই তিনি গিয়েছিলেন বলেও জানিয়েছেন।
দিলীপের বক্তব্য
দিলীপ ঘোষ বলেছেন, 'আমাকে আরএসএস ডেকেছিল। আমি গিয়ে যা বলার বলেছি।'
আরএসএস-কে বার্তা দিলীপ ঘোষের
সূত্রের খবর রাজ্য আরএসএস সদর দফতর কেশব ভবনে আরএসএস নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সূত্রের খবর জগন্নাথ মন্দির বিতর্কে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন আরএসএস-এর শীর্ষ নেতারা। সেখানেও দিলীপ নিজের অবস্থানে অনড় ছিলেন।
আলোচনা
সূত্রের খবর বিজেপির বর্তমান পরিস্থিতি ও তাঁর কথায় দলবদলু নেতাদের নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে এসেছেন দিলীপ ঘোষ।
লড়াই চলবে
বিজেপি সূত্রের খবর আরএসএস দফতরে দিলীপ জানিয়েছেন, তাঁর লড়াই চলবে। তিনি একা লড়াই করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
আরএসএস- এ ফিরবে দিলীপ
দিলীপ নাকি আরএসএস নেতাদের বলেছিলেন, তাঁকে আরএসএস-ই বিজেপিতে পাঠিয়েছিল। চাইলে তারা ফিরিয়ে নিতে পরে।
আরএসএসকে আর্জি
বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করে বিতর্ক তৈরি করতে চাইছে সেই অংশের নেতাদের বোঝানোর জন্য আরএসএসকেই বলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
রাজনৈতিক অবস্থান
আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও আরএসএসের কাছে জানিয়ে এসেছেন তিনি। বিজেপিতে থেকেই তাঁর লড়াই চলবে বলে সেটা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ।
সভাপতি নির্বাচন
বঙ্গ বিজেপিতে এখনও রাজ্য সভাপতি নির্বাচন হয়নি। কিন্তু তার আগেই দিলীপ বিতর্কে জড়িয়ে পড়েছেন। তাই প্রশ্ন সভাপকির শিঁকে এবার কি তার জুটবে।

