- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: আবহাওয়ায় চূড়ান্ত অস্বস্তি, ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটিয়ে জাঁকিয়ে শীত পড়বে কবে?
Weather News: আবহাওয়ায় চূড়ান্ত অস্বস্তি, ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটিয়ে জাঁকিয়ে শীত পড়বে কবে?
- FB
- TW
- Linkdin
শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। এটি সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছোবে।
মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে মিগজাউম।
সেইসময় উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। ৯০-১০০ কিমি বেগে হাওয়া বইবে। ফলে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা। আবহাওয়ায় বজায় রয়েছে চূড়ান্ত অস্বস্তি। কলকাতায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।
চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং ও কালিম্পং জেলায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তার পরিমাণ থাকবে খুবই সামান্য। উত্তরের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।