- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের, শিগগিরি জেনে নিন আজকের আপডেট
সপ্তাহের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের, শিগগিরি জেনে নিন আজকের আপডেট
- FB
- TW
- Linkdin
রাজ্য সরকারের দ্বারা রাজ্যবাসী নানাভাবে উপকৃত হয়, বিশেষ করে রাজ্যের মহিলাদের বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার।
সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার চমকপ্রদ খবর মিলল।
খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ভালো খবর। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা।
জানা গিয়েছে ডিসেম্বর মাস থেকে নতুন করে আরো পাঁচ লক্ষ মহিলার নাম যুক্ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar)।
লক্ষীর ভান্ডার প্রকল্পের যারা নতুন উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগামী মাস থেকেই ঢুকে যাবে টাকা।
কত পাওয়া যাবে এই প্রকল্পে? তফসিলি জাতি–উপজাতিভুক্তরা ১২০০ টাকা এবং বাকিরা ১০০০ টাকা।
মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বিষয়টি সম্পর্কে জানিয়েছে এবং আগামী মাস থেকে এই আকর্ষণীয় সুবিধা পাবে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা।
বর্তমানে রাজ্যের আরও ৫ লাখ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাবেন।
নবান্নে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জন্য নতুন আবেদন ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে।
নতুন আরো মহিলাদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। এখন সংখ্যাটা হলো ৫ লক্ষ ৭ হাজার। নতুন যাদের যুক্ত করা হয়েছে তাদের ডিসেম্বর মাস থেকেই টাকা ঢুকে যাবে।
রাজ্যের মহিলাদের এই সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকার বেশি।
জানলে অবাক হয়ে যাবেন যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা হল ২ কোটি ২১ লক্ষ। সরকারের এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।
এতদিন পর্যন্ত রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
রাজ্যের মহিলাদের জন্য আরও একটি সুখবর, ৪৩ হাজার ৯০০ জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস থেকেই তা চালু হয়ে যাবে।