- Home
- West Bengal
- West Bengal News
- সোমবারই মিলবে বাংলার ডিএ মামলা নিয়ে বড় খবর! কবে রায় দেবে সুপ্রিম কোর্ট?
সোমবারই মিলবে বাংলার ডিএ মামলা নিয়ে বড় খবর! কবে রায় দেবে সুপ্রিম কোর্ট?
কেটে গেল আরও গোটা একটা বছর। ২০২৫ পেরিয়ে ২০২৬ সাল। বর্তমানে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর নজর সুপ্রিম কোর্টের দিকে। আদৌ কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? কবে মিলবে সেই বহু প্রতিক্ষিত রায়, রইল আপডেট

এখনও ডিএ বা মহার্ঘ ভাতার (Dearness Allowance) রায় রিজার্ভ রয়েছে সর্বোচ্চ আদালতে (Supreme Court)। কবে সেই রায় সামনে আসবে? সেই অপেক্ষায় সকলে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, জানুয়ারি মাসের প্রথম দিকেই এই মামলার রায় সামনে আসবে। সত্যিই কি তাই?
কেটে গেল আরও গোটা একটা বছর। ২০২৫ পেরিয়ে ২০২৬ সাল। বর্তমানে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর নজর সুপ্রিম কোর্টের দিকে। আদৌ কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? কবে মিলবে সেই বহু প্রতিক্ষিত রায়, জেনে নিন আপডেট
DA মামলার রায়দান শীঘ্রই?
বছরের পর বছর কেটে যাচ্ছে। আদৌ কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? নতুন বছরের শুরুতে মলয় মুখোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তিনি।
নিজের বক্তব্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কীভাবে অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়ছেন সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের অধিকাংশ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স’ (AICPI) বা সর্বভারতীয় মূল্যসূচক মেনে নির্দিষ্ট নিয়মে কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে।
যদিও সরকারি নির্দেশনামা বা অর্ডার প্রকাশ করতে মাঝেমধ্যে কিছুটা দেরিও হয়, তবুও সেই সব রাজ্যের কর্মীরা পরবর্তী সময়ে বকেয়া পুরো টাকাই পেয়ে যান।
মলয়বাবুর দাবি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই নিয়ম অনুযায়ী ডিএ পাচ্ছেন না। অথচ, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা রাজ্যের বাইরে, যেমন দিল্লি বা চেন্নাইতে অবস্থিত ‘রেসিডেন্ট কমিশনার অফিস’-এ কর্মরত, তাঁরা সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই বৈষম্য আদালতের নজরে আসবে বলে তারা আশাবাদী।
কবে রায়দান?
বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী ৫ জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট খুলবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে বলে মনে করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আশা করা হচ্ছে যে, আদালত খোলার প্রথম সপ্তাহ (সোমবার থেকে শুক্রবার) অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায়দান হতে পারে।
তবে সংগঠনের মতে, যদি এই দুই সপ্তাহের মধ্যে রায়দান না হলে তা দীর্ঘ সময় ধরে অপেক্ষারত কর্মচারীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে। এই বিশেষ বেঞ্চই মামলার রায়দান করবে।

