- Home
- West Bengal
- West Bengal News
- DA মামলার শুনানি কী হবে ৭ জানুয়ারি? মহার্ঘ ভাতা নিয়ে বড় কথা বললেন রাজ্যের সরকারি কর্মী সংগঠনের নেতারা
DA মামলার শুনানি কী হবে ৭ জানুয়ারি? মহার্ঘ ভাতা নিয়ে বড় কথা বললেন রাজ্যের সরকারি কর্মী সংগঠনের নেতারা
- FB
- TW
- Linkdin
৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা
আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে ডিএ মামলা। ডিএ মামলার ১৪তম শুনানি হতে পারে সেই দিনই। তবে মামলা উঠবে কিনা তাই নিয়ে রয়েছে জল্পনা।
মামলাকারীদের বক্তব্য
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে মামলাকারীদের এবার রীতিমত আশাবাদী। তাদের কথায় এবার অন্তত মামলার দিন ধার্য হয়েছে।
মামলার অপেক্ষায়
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'এ বার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন।
গুরুত্বপূর্ণ শুনানি
রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়। তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এত দিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না।'
ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট
ডিএ মামলার শুনানি নিয়ে ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন, 'সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে? তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী ০৭.০১.২৫ দেশের সর্বোচ্চ আদালতের উপর। কারণ এই দিনই ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।
দুই বছর সুপ্রিম কোর্টে বন্দি
মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে আরও জানিয়েছেন, এর আগের দু'বছর ২০২৩ এবং ২০২৪ (২৮.১১.২২ থেকে) ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বিচারবন্দি। তাই আমাদের ভয় হয়, সর্বোচ্চ আদালত কি আমাদের ২০২৫-কে আতঙ্কগ্রস্ত করে তুলবে?'
৭ তারিখেই মামলা!
রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী জানিয়েছেন, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট ডিএ মামলা শুনবে। কিন্তু সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত না হওয়ায় আশঙ্কা বাড়ছে সরকারি কর্মীদের।
কজ লিস্ট
কজলিস্ট প্রকাশিত হলে জানা যাবে ডিএ মামলা কত নম্বরে আছে। মামলা যদি শেষের দিকে হয় তাহলে আবারও মামলা পিছিয়ে যেতে পারে।
অ্যাডভান্স লিস্টে রয়েছে
সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে রয়েছে ডিএ মামলা। তবে ক্রমতালিকায় ৭০৬ নম্বরে রয়েছে। তাই আশঙ্কা রয়েছে মামলা শুনানির জন্য উঠবে কিনা তা নিয়ে।
ডিএ মামলার শুনানির সূচী
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।