- Home
- World News
- International News
- ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলে উঠল কৃষ্ণ সাগর! ফের রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা জেলেনস্কি সরকারের
ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলে উঠল কৃষ্ণ সাগর! ফের রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা জেলেনস্কি সরকারের
Ukraine Drone Attack Update: এবার রাশিয়ান অয়েল পণ্যবাহী জাহাজে হামলা চালালো ইউক্রেন। শনিবার গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এই হামলা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলা
এবার কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন ছুঁড়ল রাশিয়া। শনিবার দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। সূত্রের খবর, ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ এবং ইউক্রেনের নৌসেনার যৌথ অভিযানে ওই দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। যদিও কিভের দাবি, ওই দু’টি জাহাজাই রাশিয়ার তেল রফতানির জন্য ছায়া বহর হিসাবে ব্যবহৃত হচ্ছিল।
ঠিক কী ঘটনা ঘটেছে?
এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শনিবার কৃষ্ণসাগরে একটি মানববিহীন পণ্যবাহী রুশ তেলবাহী ট্যাঙ্কার ‘ভিরাট’-এ আঘাত হানে। এর ঠিক আগের দিন, শুক্রবার গভীর রাতে একই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটে। ফলে পরপর দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে। ট্যাঙ্কারের ক্রুরা একটি উন্মুক্ত রেডিও ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিপদসংকেত বার্তায় ‘ড্রোন হামলা’র কথা উল্লেখ করেন। তবে তারা এতে মানববিহীন সামুদ্রিক ড্রোনের কথাই বোঝান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, ক্রুরা বার্তা দিচ্ছেন— “এই ভিরাট। সাহায্য প্রয়োজন! ড্রোন আক্রমণ! মেইডে!”
রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন
জানা গিয়েছে, গত তিন বছরের বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রফতানির ব্যবসা অনেকটাই ধাক্কা খেয়েছে। ফলে রাশিয়া ভিন্ন দেশে তেল রফতানির ক্ষেত্রে ছায়া বহর ব্যবহার করছিল বলে আগেই অভিযোগ করেছিল ইউক্রেন। এমনকি তেল বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন সরকার। এদিকে ছায়া বহরে ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছে কিভ।
হামলা নিয়ে কী বলল রাশিয়া?
এদিকে হামলার প্রসঙ্গে শনিবার মুখ খুলেছে কিভ। এই বিষয়ে কিভের তরফে দাবি করা হয়েছে যে, শনিবার কৃষ্ণসাগরে দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এই দুটি ট্যাঙ্কারই রাশিয়ার তেল রফতানির জন্য ব্যবহার করা হতো। তুরস্কের বসফরাস প্রণালীর কাছেই ওই দু’টি জাহাজে হামলা হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, গত শুক্রবার দু’টি জাহাজে হামলা হয়েছে। বিস্ফোরণের ফলে জাহাজে আগুন ধরে গিয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
কোন দুটি জাহাজে হামলা?
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কৃষ্ণ সাগরের কাছে তুরস্কের বসফরাস প্রণালীর কাছেই বিরাট এবং কাইরোস নামের দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এই বিষয়ে ইউক্রেনের দাবি, সেগুলি তখন রাশিয়ার নোভোরোসসিস্ক বন্দরের দিকে যাচ্ছিল। রাশিয়ার তেল রফতানির জন্য ব্যবহৃত বন্দরগুলির মধ্যে এটি অন্যতম। তবে দুটি জাহাজই খালি ছিল বলে জানিয়েছে ইউক্রেন।

