- Home
- West Bengal
- West Bengal News
- Indo-Pak tensions: অপারেশন সিঁদুরের পর বিশেষ সিদ্ধান্ত, রাজ্যের সকল স্কুলের কাছে বিশেষ আবেদন মমতার
Indo-Pak tensions: অপারেশন সিঁদুরের পর বিশেষ সিদ্ধান্ত, রাজ্যের সকল স্কুলের কাছে বিশেষ আবেদন মমতার
Indo-Pak tensions: পহেলগাঁও হামলার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল স্কুলকে (সরকারি ও বেসরকারি) গরমের ছুটি রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করার আবেদন জানিয়েছেন। বাচ্চাদের নিরাপত্তার জন্য বাড়িতে থেকে পড়াশোনা পরামর্শ দিয়েছেন তিনি।

পেহলগাঁও কাণ্ডে ফুঁসছিল সারা দেশ। বাদ যাননি বাংলাও। জঙ্গি হামলায় প্রয়াত হন বাংলার তিনজন।
পহেলগাঁও হামলার পরে বদলা নিল ভারত। অপারেশ সিঁদুর। তারপর স্কুলগুলোকে নিয়ে বিশেষ অনুরোধ মমতার।
অপারেশন সিঁদুরের পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সরকার। তারপর রাজ্য সরকারের তরফেও বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর রাজ্যের স্কুল নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের স্কুলগুলো (সরকার ও সরকার পোষিত) সম্ভবত গরমের ছুটি পড়ে গিয়েছে। আমরা ইংরেজি মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট করব,। এজন্য গাইডলাইন পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে।
তিনি আরও বলেন, আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলোতে ছুটি গিয়ে দিয়েছি। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। প্রাইভেট স্কুল যারা আছেন তারা যদি দয়া করে অনুগ্রহ করে আপনারা আপনাদের ছুটিটা যদি রবীন্দ্র জয়ন্তী থেকে করে দেন তাহলে ভালো হয়।
বলেন, বাচ্চারা বাড়িতে থাকলেই ভালো। বাড়িতে থেকে পড়াশোনা করুক। আপনাদের তো ছুটি হবে। কেউ আট দশদিন বাদে হবে। পাঁচদিন বাদে। কেউ সাত দিন বাদে হবে।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পরেই কাশ্মীর উপত্যকায় বিভিন্ন স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবার বাংলা সকল স্কুল বন্ধের অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আতঙ্ক ছড়াবেন না। সব খবর যে বিশ্বাস করতে হব এমন কোনও মানে নেই। যারা বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবে… তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
তিনি বলেন, পুলিশ এই সময় সতর্ক আছে। ডিএম এসপিকেও সতর্ক করা হয়েছে। আইসিরা বিডিও রা নজরদারি রাখবেন।
সে যাই হোক, এরই মাঝে রাজ্যের সকল বেসরকারি স্কুলের কাছে বিশেষ আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার সরকারি স্কুলগুলোকে স্কুল বন্ধের অনুরোধ করেন।

