সংক্ষিপ্ত

রাজ্যের বিভিন্ন অঞ্চলে মহিলাদের বড় অংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত। তাঁদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে পড়ুয়াদের অতীতে মোবাইল ফোন কেনার জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত মহিলা এবং আশাকর্মীদের সরাসরি মোবাইল ফোন উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনিক সভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যের বিশেষ কিছু কর্মীদের ন্য মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই টেন্ডার পাস হয়ে গিয়েছে। চলছে ফোন কেনার প্রক্রিয়া। রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কাজের জন্য মোবাইল ফোন দরকার। যার মাধ্যমে খুব সহজেই খবরা-খবর জানা যাবে। তাই আইসিডিএস এবং আশাকর্মীদের ফোন দেবে রাজ্য সরকার। আশাকর্মীদের জন্য ফোন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফোন কেনা হয়ে গেলেই দেওয়া চালু হয়ে যাবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই টেন্ডারের প্রক্রিয়াকরণ চলছে। তাঁদেরও খুব শীঘ্রই দেওয়া হবে।

ট্যাব-কাণ্ড থেকে শিক্ষা রাজ্য সরকারের?

রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে অব্যবস্থা, দুর্নীতি, জালিয়াতির অভিযোগ উঠেছিল। অনেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা পৌঁছয়নি বলে অভিযোগ ওঠে। একটি চক্র সেই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়ার বদলে নিজেরাই ফোন কিনে সেই ফোন দিচ্ছে রাজ্য সরকার। এর ফলে দুর্নীতি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

মুর্শিদাবাদে শতাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এক বছর আগে থাকতেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মুর্শিদাবাদে ১১২টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ৩৫২ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, ‘দুয়ারে সরকার’-এ থাকছে ৩৭টি প্রকল্প। মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন রোধে আর্থিক সাহায্য না করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার ৪০০ কোটি টাকা দিলেও, গঙ্গার ভাঙন রোধে কোনও অর্থ দিচ্ছে না কেন্দ্র। সম্প্রতি মুর্শিদাবাদের একাধিক জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সবাইকে শান্তি বজায় রাখা এবং মিলেমিশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Anganwadi Workers and Helpers Recruitment 2024: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারী নিয়োগ চলছে, লিঙ্ক-সহ জানুন বিস্তারিত

Government Jobs: অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রচুর চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ৩৫ বছর বয়স পর্যন্ত

Government Jobs: অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ১ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি