সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ড অফিসারদের ফোন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

পঞ্চায়েত নির্বাচনে বাংলায় নিরাপত্তা দেবে কেন্দ্রের বিশেষ বাহিনী। প্রায় ১২টি রাজ্য থেকে বাহিনী পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। অশান্তি এড়ানোর জন্য আরও বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর। যেকোনও অসুবিধাতেই যে কোনও মানুষ যাতে ফোন করে বাহিনীর কাছে নিজেদের আশঙ্কার কথা জানাতে পারেন, তার জন্য বিশেষ ফোন নম্বর জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের জন্যই এই সুবিধা উপলব্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে, ২২ কোম্পানির কম্যান্ড অফিসারদের ফোন নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত ধরনের অশান্তিকর পরিস্থিতি আগে থেকে এড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনও আক্রমণের ঘটনা ঘটলে, তার দায় বাহিনীর ওপরেই পড়বে। তাই ফোন করলে অভিযোগ শুনে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে তারা।

চালু করা ফোন নম্বরের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে সমস্ত মানুষই যোগাযোগ করতে পারবেন। যদি ভোটের সময় কোথাও কোনও অশান্তি হয়, নির্বাচন হওয়ার আগে যদি কোনও প্রার্থী বা দলীয় কর্মী সমর্থককে প্রচারের কাজে বাধা দেওয়া হয় অথবা কোনও প্রার্থীকে যদি কেউ আক্রমণ করে থাকেন, তাহলে যে কোনও মানুষ অবিলম্বে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন-

'ভারতে মুসলিমদের অধিকার কতটা?' আমেরিকান সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী
Panchayat Election 2023: কোন রাজ্য থেকে কত কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে?

Vastu Tips: বাড়ির কোন দিকে টাকা রাখলে হু হু করে বৃদ্ধি পাবে আপনার সঞ্চয়?