সংক্ষিপ্ত

এককালে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রতর নামে দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন এই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল।

একসময় বাংলার রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন শিবঠাকুর মণ্ডল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালানোরও অভিযোগ করেছিলেন তিনি। ঘটনা ঘিরে কঠোর হয়েছিল দলও। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবার উঠে এল সেই শিবঠাকুর মণ্ডলের নাম। দুবরাজপুরে তৃণমূলের টিকিটে জয়ী হলেন সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী। এককালে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রতর নামে দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন এই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। এবছর বাবুইজোড় পঞ্চায়েতের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন প্রাথমিক স্কুল শিক্ষিকা লিপিকা।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মাঝেই আরাবুলের গড়ে ধাক্কা খেল তৃণমূল। ভাঙরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিধায়ক আরাবুল ইসলামের গ্রাম পোলেরহাট ২। একসময় গোটা ভাঙরের রাশ থাকত আরাবুলের হাতেই। তবে এখন আর সেই প্রতিপত্তি নেই। এবার আর আরাবুলের হাতে ছিল না ভাঙরের দায়িত্বও। পঞ্চায়েত ভোট সামলেছেন ক্যানিং ২-এর বিধায়ক শওকত মোল্লা এবং তাঁকে সাহায্য করেছেন বিধাননগরের পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আরাবুলকে আলাদা করে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। ভোটের ফলেও এবার অন্য কথাই বলল। আরাবুলের নিজের গ্রামে জিতল না তৃণমূল। ভাঙড় ২ ব্লকের গ্রাম পোলেরহাট ২। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে (দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। তার মধ্যে ১৫ আসনে জয়ী শাসকবিরোধী জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। মাত্র একটি আসনে জয়ী তৃণমূল।