'পরীক্ষা দিতে এসেছি, শাঁখা-পলা কেন খুলব?' ফের বিতর্কে SSC পরীক্ষা!

Share this Video

SSC Scam News : এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষায় প্রবেশে নতুন কড়াকড়ি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। বিবাহিত মহিলাদের হাতের নোয়া-পোলা খুলে ঢুকতে বলা হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, আগে কখনো এমন নিয়ম ছিল না। অনেকেই স্পষ্ট জানিয়েছেন, নোয়া খুলবেন না, তাতে পরীক্ষা না দিতে দিলে দেবেন না। এই নির্দেশকে ঘিরে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনা ও বিতর্ক ছড়িয়েছে।

Related Video