West Bengal Weather Today : সপ্তাহ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের সব জেলায় সতর্কতা জারি

West Bengal Weather Update : এই বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটল নির্ধারিত সময়ের আগেই। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে, কিন্তু এবার ২৫ মে-ই মৌসুমি বায়ু ঢুকে পড়েছে ভারতের মূল ভূখণ্ডে। এটি ইতিহাসে অন্যতম দ্রুত আগমন।

Share this Video

West Bengal Weather Update : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দু’দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ফলে ৮ জুনের আগেই বাংলায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গেও জুনের প্রথম সপ্তাহেই বর্ষা আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এদিকে, চলতি সপ্তাহজুড়েই রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা আরও শক্তি সঞ্চয় করে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও মালদা জেলায় বেশি বৃষ্টি হতে পারে। রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে বলছে প্রশাসন ও আবহাওয়া দপ্তর। আগাম বর্ষা যেমন স্বস্তির বার্তা আনছে, তেমনই ঝড়-বৃষ্টির সম্ভাবনাও বাড়িয়ে তুলছে উদ্বেগ।

Related Video