Pakistan News: জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের যে সরাসরি যোগ রয়েছে ফের মিললতার প্রমাণ. পাকমন্ত্রীদের সঙ্গে একই আসনে জঙ্গিরা! বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Pakistan News: পাকিস্তানের বিরুদ্ধে বারে বারে উঠে এসেছে জঙ্গিযোগের প্রমাণ। এবার খোদ জঙ্গিদের সঙ্গে একমঞ্চে দেখা গেল পাকিস্তানের মন্ত্রীর। ছবি প্রকাশ্যে আসতেই ফের প্রকাশ্যে মিলল পাকিস্তানের জঙ্গি মদত দেওয়ার একেবারে গরম প্রমাণ। একই মঞ্চে পাক মন্ত্রীদের সঙ্গে খোশমেজাজে বসে থাকতে দেখা গেল লস্কর ই তৈবার শীর্ষ স্থানীয় নেতৃত্ববদের। এখানেই শেষ নয়, পাকিস্তানের ভূমি রক্ষায় তাদের অবদানকেও কুর্নিশ জানিয়েছেন পাক মন্ত্রী।
জানা গিয়েছে, বুধবার ইয়ুম-ই-তকবিরের একটি অনুষ্ঠানে দেখা যায়, জঙ্গিদের সহ্গে একই মঞ্চে পাকিস্তানের মন্ত্রীদের। মঞ্চে ছিলেন পাকিস্তানের খাদ্যমন্ত্রী মালিক রশিদ আহমেদ খান এবং পাঞ্জাব প্রদেশের স্পিকার মালিক মুহম্মদ আহমেদ খান। সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অত্যন্ত ঘনিষ্ঠ দু’জনেই। ওই মঞ্চেই দেখা যায়, লস্কর নেতা হাফিজ সইদের পুত্র তালহা সইদ, সইফুল্লা কাসুরি, আমির হামজার মতো লস্কর জঙ্গি। একেবারে মন্ত্রীদের পাশে বসে থাকতে দেখা গিয়েছে ওই জঙ্গিদের।
আরও জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন দেখা যায়, লস্কর জঙ্গিনেতাদের মঞ্চে বরণ করে নিচ্ছেন পাক মন্ত্রী। তারপর বক্তৃতা দিতে উঠে খাদ্যমন্ত্রী বলেন, ‘’'হাফিজ সইদের মতো ব্যক্তিরাই আজ ২৪ কোটি পাকিস্তানির প্রতিনিধি। পাকিস্তানকে রক্ষায় তাদের ভূমিকা প্রশংসনীয়।'' ওই মঞ্চ থেকেই মন্ত্রী জানান, মুরিদকেতে লস্কর ক্যাম্পে ভারতের হানায় যে লস্কর কমান্ডারের মৃত্যু হয়েছে তার ভাইকে চাকরি দেবে শাহবাজ সরকার।
প্রসঙ্গত, পহলগামে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাইফুল্লাহ কাসুরি পাকিস্তানে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে এবং ভারতবিরোধী সমাবেশে যোগ দিচ্ছে। কাসুরি সমাবেশে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেছে যে এখন সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছে। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগামে সংঘটিত জঙ্গি হামলার মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈয়বা (LeT) কমান্ডার সাইফুল্লাহ কাসুরি পাকিস্তানে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। বুধবার সে একটি ভারতবিরোধী সমাবেশে যোগ দেয়। সে পাকিস্তানের নেতা এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিল।
সমাবেশটি পিএমএমএল (পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ) আয়োজন করেছিল। এটি ইয়াওম-ই-তকবীর (পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার বার্ষিক স্মৃতি) উপলক্ষে আয়োজিত হয়েছিল। এ সময় উত্তেজক বক্তব্য দেওয়া হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ভারতবিরোধী স্লোগান দেয়। সমাবেশে LeT-এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের ছেলে তালহা সাইদও উপস্থিত ছিলেন। সে ভারতের পলাতক সন্ত্রাসবাদী।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে আয়োজিত সমাবেশে কাসুরি বলে, "আমার উপর পহলগাম জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হওয়ার অভিযোগ আনা হয়েছে। এখন সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়েছে।" ধারণা করা হয়, কাসুরি পহলগামের সুন্দর বৈসরন তৃণভূমিতে সংঘটিত নৃশংস হামলার নির্দেশ দিয়েছিল। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার প্রতিনিধি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসবাদীরা ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল।
কাসুরি ওরফে খালিদ সমাবেশে ভিড়কে উদ্দেশ্য করে বলে, ইলাহাবাদে “মুদাসসির শহীদ”-এর নামে একটি কেন্দ্র, রাস্তা এবং হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে। গোয়েন্দা সূত্র মতে, মুদাসসির আহমেদ পহলগাম গণহত্যার পর ভারতের প্রতিশোধমূলক অভিযান সিন্দুর হামলায় নিহত বেশ কয়েকজন হাই-প্রোফাইল সন্ত্রাসবাদীর মধ্যে একজন ছিল।
সমাবেশে ভারতের সবচেয়ে পলাতক সন্ত্রাসবাদীদের তালিকায় ৩২তম স্থানে থাকা তালহা সাইদ জিহাদি স্লোগান এবং “নারা-ই-তকবীর”-এর মতো উগ্র বক্তব্য দেয়। তালহা সাইদ পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লাহোরের NA-122 আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু হেরে যায়। সে PMML-এর সঙ্গে তার প্রকাশ্য সম্পর্ক বজায় রেখেছে। এটিকে নিষিদ্ধ লস্করের একটি রাজনৈতিক ফ্রন্ট হিসেবে বিবেচনা করা হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


