- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গে আর কতদিন ধরে চলবে বৃষ্টি? বিরাট আপডেট দিল হাওয়া অফিস, জেনে নিন এক ক্লিকে
বঙ্গে আর কতদিন ধরে চলবে বৃষ্টি? বিরাট আপডেট দিল হাওয়া অফিস, জেনে নিন এক ক্লিকে
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে, তবে সংকট কাটেনি। নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ায় বৃষ্টির পরিমাণ কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার শেষ পাওয়া খবর অনুসারে, বানভাসি বৃষ্টিতে উত্তরবঙ্গে ২৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙেছে একাধিক বাঁধ। বন্ধ আছে শিলিগুড়ি ও গ্যাংটক সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
জানা গিয়েছে, সোমবার আলিপুরদুয়ার জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির পরিমাণ কমলেও দুর্যোগ পুরোপুরি কাটেনি। রবিবার বিকেলে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শক্তি কমলেও ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে।
দক্ষিণবঙ্গে আজ কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির আশঙ্কা নেই বলে জানা যাচ্ছে। দক্ষিণে আজ গোটা দিন থাকবে মেঘলা আকাশ। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আজ গোটা দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে বুধবার পর্যন্ত হবে বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলেই জানা যাচ্ছে। বৃষ্টি কমায় DVC থেকে জল ছাড়ার পরিমাণও কমবে।
উত্তরবঙ্গে যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছিল তা এখন শক্তি কমিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বিহারে অবস্থান করছে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টিও কমেছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।

