সংক্ষিপ্ত

সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া একদম বদলে গিয়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের দাপটে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ফলে স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপটে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। শুক্রবার, শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমই থাকতে চলেছে। বৃষ্টিতে মানুষ স্বস্তি পেলেও, বজ্রপাতের ফলে নানা বিপদের আশঙ্কাও থাকছে। এই কারণে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রপাতের বিপদ বেশি। এই জেলাগুলির মানুষকে বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো বাতাস ও বজ্রপাত। বেশ কিছুক্ষণ ধরে চলে বৃষ্টি। উত্তর ২৪ পরগণায় শিলাবৃষ্টিও হয়। শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃহস্পতিবারের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম তাপমাত্রা

গত সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। কিন্তু এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে গিয়েছে। ফলে বৈশাখের শেষদিকে আবহাওয়ায় আশ্বিনের ছোঁয়া। রাতে বৃষ্টি না হলেও, তাপমাত্রা অনেকটাই কম। ফলে সবারই ভালো ঘুম হচ্ছে। দিনের তাপমাত্রাও কম থাকায় সবাই স্বাভাবিকভাবে যাবতীয় কাজকর্ম সেরে নিচ্ছেন। কিছুদিন আগেও গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন। এখন আর সেই আবহাওয়া নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জুন মাসেই কি রাজ্যে ঢুকবে বর্ষা? বৃষ্টি নিয়ে এই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

আকাশ ভাঙা বৃষ্টি দুবাইয়ে! জলের তলায় তলিয়ে গেল রাস্তাঘাট, বিমান বন্দর

Dubai Rains: দুবাই-আবু ধাবিতে ফের বৃষ্টি, জলমগ্ন বিমানবন্দর-রাস্তা