- Home
- West Bengal
- West Bengal News
- Snowfall in Bengal: আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও কি পড়বে বরফ? হাড় কাঁপানো শীতে মিলল বড়সড় চমকের ইঙ্গিত!
Snowfall in Bengal: আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও কি পড়বে বরফ? হাড় কাঁপানো শীতে মিলল বড়সড় চমকের ইঙ্গিত!
আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও কি পড়বে বরফ? হাড় কাঁপানো শীতে মিলল বড়সড় চমকের ইঙ্গিত!

রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে পড়েছে শীত। তাপমাত্রার কামড়ে হাড় মানাচ্ছে লেপ কম্বলও। তবে এখানেই নাকি শেষ নয়, মাঝ জানুয়ারিতে অপেক্ষা করছে আরও অনেক বড় আবহাওয়ার চমক। তবে কি দক্ষিণবঙ্গেও পড়তে পারে বরফ?
এই বছর কলকাতাতেও পড়েছে দুর্দান্ত শীত। উত্তর বঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গেও। অন্যদিকে কালিম্পং-এর ঠান্ডাকেও হার মানিয়ে দিয়েছে বাঁকুড়ার ঠান্ডা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পাহাড়ের শীতের মতোই হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে অন্যান্য জেলায়।
শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়াতে গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা ছিল ৬-৭ ডিগ্রি আশেপাশে। পাল্লা দিয়ে শীত বাড়ছে দুই বর্ধমানেও।
পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং-এর ১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহের মধ্যেই বরফ পড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
এই দিকে দক্ষিণবঙ্গে ঠিক কত শীত পড়তে পারে তা নিয়ে সঠিক কোনও ধারণা দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই কমছে না শীতের দাপট।
তবে কি দক্ষিণবঙ্গেও পড়তে পারে বরফ? এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক ধারণা দিতে পারেনি আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যে আরও বেশ কিছুটা শীত পড়তে পারে।
অন্যদিকে আরও কয়েকদিনে প্রবল শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে উত্তরবঙ্গেও। তবে এখনও রেকর্ড শীত পড়েনি কলকাতায়। আগামী দিনে তাপমাত্রা ঠিক কত নীচে নেমে যায়, তা এখনই বলা যাচ্ছে না।

