সংক্ষিপ্ত
বিপত্তি ঘটার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাবিবুলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বহুক্ষণ নিখোঁজ থাকার পর গতকাল রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়।
গুজরাটে মাচু নদীর ওপর নবনির্মিত ব্রিজ ভেঙে বড়সড় বিপর্যয়। মৃত্যু হয়েছে প্রায় দেড়শ’ মানুষের। গুরুতর আহত হয়েছেন শতাধিক। এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে এবার বিপর্যয়ের আঁচ লাগল পশ্চিমবঙ্গেও।
মৌরবিতে ঝুলন্ত ব্রিজের ওপর জমায়েত হওয়া অগণিত মানুষের ভিড়ে ছিলেন বাংলার পূর্বস্থলীর এক যুবকও। প্রায় মধ্যরাতে পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত এলাকায় এসে পৌঁছল দুঃসংবাদ। মারা গেলেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া হাবিবুল শেখ।
মুকসিমপাড়ার কেশববাটি এলাকায় ওই যুবকের বাড়ি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বাড়ির ছেলের মৃত্যুর খবর এসে পৌঁছয় পূর্বস্থলীর বাড়িতে। খবর আসতেই এলাকা জুড়ে শোকের ছায়া, শোকে স্তব্ধ হয়ে গিয়েছে নিহত যুবকের পরিবার।
৩০ অক্টোবর সোমবার সকাল থেকেই মৃত ওই যুবকের বাড়ির সামনে ভিড় করেছেন এলাকার বহু মানুষ। মৃত যুবকের নাম হাবিবুল শেখ। নিহতের পরিবার জানিয়েছে যে, প্রায় ১০ মাস আগে গুজরাটে নিজের কাকার কাছে সোনার উপর কারিগরির কাজের জন্য গিয়েছিল হাবিবুল। গতকাল বিকেলে সে ওই ব্রিজের উপর বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপরই ঝুলন্ত ব্রিজের বিপর্যয়ের খবর আসে।
বিপত্তি ঘটার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাবিবুলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বহুক্ষণ নিখোঁজ থাকার পর গতকাল রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে মৃতের বাবা মহিবুল শেখ সংবাদমাধ্যমকে জানান যে, তাঁর ছেলে সোনার কাজের জন্য গুজরাটে গিয়েছিল, সেখানেই সে থাকত। গতকাল গভীর রাতে হাবিবুলের মৃত্যুর খবর আসার পর তার বাড়ির এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন-
একের পর এক কর্মসূচি বাতিল, গুজরাটের সেতু বিপর্যয়ের প্রাণহানির কারণে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে শোকস্তব্ধ নরেন্দ্র মোদী
সহজতর হচ্ছে ‘শিল্পসাথী পোর্টাল’, বাংলায় শিল্পের জন্য জমি দিতে আরও বড় উদ্যোগ রাজ্য প্রশাসনের
‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে এসেছেন’, অভিষেককে নিশানা শুভেন্দুর