- Home
- West Bengal
- West Bengal News
- চলতি মাসে কবে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার? কত টাকা বাড়ছে ভাতা? প্রকাশ্যে এল নয়া আপডেট
চলতি মাসে কবে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার? কত টাকা বাড়ছে ভাতা? প্রকাশ্যে এল নয়া আপডেট
মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করে। বর্তমানে এই প্রকল্পে ১০০০ থেকে ১২০০ টাকা মিললেও, ভাতা দ্বিগুণ হওয়ার জল্পনা চলছে। জানুয়ারির ১০ তারিখের মধ্যে এই মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্যবাসীর জন্য। বাংলায় চালু করেছে বিভিন্ন ভাতা ও প্রকল্প। যার দ্বারা মিলছে আর্থিক সুবিধা। এই সকল ভাতা ও প্রকল্প দ্বারা প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে। মিলছে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য।
বাংলায় চালু থাকা বিভিন্ন ভাতা ও প্রকল্পের মধ্যে আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী-র মতো প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা মাসে মাসে মেলে টাকা। তেমনই কয়টি প্রকল্প দ্বারা মেনে এককালীন টাকা। এবার এক প্রকল্প নিয়ে এল চমকপ্রদ খবর।
মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। ২৫ থেকে ৬০ বছর মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। শেষ পাওয়া খবর অনুসারে, দ্বিগুণ হতে পারে এই ভাতা। এবার সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। তবে, আপাতত মেলেনি নিশ্চিত খবর।
এদিকে ভাতা বৃদ্ধি নিয়ে চারিদিকে চলছে নানা মন্তব্য। তৃণমূল নেত্রী সায়নী ঘোষও এই বিষয় ইঙ্গিত দিয়েছিলেন এক সভায়। অধিকাংশ মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে বাড়বে ভাতা। তবে, ঠিক কটাকা বাড়বে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
এদিকে এখনও অনেকেই পাননি লক্ষ্মীর ভাণ্ডার। জানা যাচ্ছে, ৮ জানুয়ারির মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। যদি, টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে টাকা পেতে ১০ তারিখ হতে পারে। এই মাসে নতুন আবেদনকারীরাও পেতে পারেন ভাতা। এমনই খবর সর্বত্র। তবে, সবই সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্যবাসী।

