- Home
- West Bengal
- West Bengal News
- বাংলায় কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? সামনে এল রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় তথ্য
বাংলায় কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? সামনে এল রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় তথ্য
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য অতীতে একাধিক পে কমিশন গঠিত হয়েছে। শোনা যাচ্ছে ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হতে পারে। তবে, এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তারিখ জানা যায়নি।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য ১৯৬০ সালে পে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার।
১৯৬০ সালে ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীর বেতন নির্ধারণ হয়েছিল ৬০-৭৫ টাকা। সচিবালয়ের করণিকের বেতন ১৫০-২৫০ টাকা। ডিরেক্টরের করণিকের বেতন নির্ধারিত হয়েছিল ১২৫-২০০ টাকা।
এরপর ১৯৭১ সালে ফের পে কমিশন গঠিত হয়। ১৯৮১ সালে গঠিত হয় দ্বিতীয় পে কমিশন।
তারপর ১৯৯০ সালে গঠিত হয় তৃতীয় পে কমিশন। ১৯৯৮ সালে গঠিত হয় চতুর্থ পে কমিশন।
আবার ২০০৯ সালে গঠিত হয় পঞ্চম পে কমিশন। ২০২০ সালে গঠিত হয় ষষ্ঠ পে কমিশন।
এবার ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। বর্তমানে এই খবরই ঘোরা ফেরা করছে সর্বত্র।
কিন্তু ঠিক কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? এই নিয়ে প্রশ্ন সর্বত্র। সদ্য নয়া তথ্য মিলল সপ্তম পে কমিশন গঠন নিয়ে।
এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নয়া বেতন কমিশনের কথা ঘোষণা হয়নি। তাই এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন গঠন নিয়ে কোনও নিশ্চিত তারিখ সামনে আসেনি।
এদিকে কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে আছেন সপ্তম পে কমিশনের অধীনে। ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা।
১ জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় কর্মীরা পাবেন অষ্টম পে কমিশনের সকল সুযোগ সুবিধা। ১ তারিখ থেকে গঠিত হবে অষ্টম পে কমিশন।

