- Home
- West Bengal
- West Bengal News
- WB Weather Update: দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে বৃষ্টি? ঠিক কবে বর্ষা প্রবেশ করবে বাংলায়! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
WB Weather Update: দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে বৃষ্টি? ঠিক কবে বর্ষা প্রবেশ করবে বাংলায়! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
দক্ষিণবঙ্গের তিন জেলায় ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে এবং আগামী ১৮ জুনের মধ্যে সব জেলাতেই বর্ষা শুরু হবে। কলকাতায় সোমবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযয়ী আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ মাঝ সপ্তাহ অর্থাৎ বুধবার সব জেলাতেই বর্ষা শুরু হবে।
সোমবার থেকেই কলকাতায় প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৮ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
দীর্ঘ অস্বস্তি দিয়ে শেষবর্ষ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আর কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেও দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করবে।
কলকাতার সঙ্গে গায়েঙ্গ উপত্যকার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় ইতিমধ্যেই পা রেখেছে মৌসুমি বায়ু। জেলাগুলি হল- নদিয়া, ২৪ পরগনা আর বর্ধমান।
আগামী ১৯ জুন দক্ষিণবহ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুরে খুব বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ১৮ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ১৭ জুন উত্তরবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুরে বেশি বৃষ্টি হবে।
কলকাতার সঙ্গে গায়েঙ্গ উপত্যকার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হবে।
১৭ জুন থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

