- Home
- West Bengal
- West Bengal News
- ডিএ বাড়বে নাকি উল্টে কর্মী ছাঁটাই করবে রাজ্য! কেন চরম উৎকন্ঠায় দিন গুনছে সরকারি কর্মীরা?
ডিএ বাড়বে নাকি উল্টে কর্মী ছাঁটাই করবে রাজ্য! কেন চরম উৎকন্ঠায় দিন গুনছে সরকারি কর্মীরা?
- FB
- TW
- Linkdin
বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সুপ্রিম কোর্টে মমতা সরকারের বিরুদ্ধে ডিএ বৃদ্ধির বিষয়ে মামলা চলছে।
বছরের শুরুতেই এই মামলার ফলাফল জানতে পারবে সরকারি কর্মীরা। সেই আশাতেই দি গুনছে তারা।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তো বটেই এমনকী দেশের বাকি রাজ্যগুলির থেকে মহার্ঘ ভাতা বিষয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন বাংলার সরকারি কর্মীরা।
সেই কারণেই ২০২৪ সালে এর সঠিক সমাধান পেতে কর্মীরা মামলা দায়ের করেন মমতা সরকারের বিরুদ্ধে।
যদিও প্রথম থেকেই স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এখনই এতগুন ভাতা বৃদ্ধি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।
এর বিপক্ষে কর্মচারীদের দাবী যেখাবে পুজোয় ক্লাবগুলিতে এত টাকা দান বছর-জুড়ে মাসিক এত টাকাপ প্রকল্প চালাতে পারলে রাজ্য সরকারি কর্মীদের হকের টাকা কেন মিলবে না!
এই নিয়েই মামলা অবশেষে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। ডিএ বৃদ্ধি নিয়ে এমনিতে চাপে রয়েছে কর্মীরা তার মধ্যে আরও আশঙ্কা বাড়াচ্ছে কর্মী ছাঁটাইয়ের জল্পনা।
যেখানে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠনের কাজ চলছে, সেখানে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতনের বকেয়া ভাতা নিয়ে চলছে মামলা।
এরমধ্যেই কোন দফতের কত কর্মী রয়েছে এমন চিঠি পৌঁছতে শুরু করেছে।
ফলে নিয়োগের বদলে ছাঁটাই হবে কিনা স বিষয়েও বাড়ছে জল্পনা। ফলে এখন শিরে সংক্রান্তি রাজ্য সরকারি কর্মীদের। ফলে শুধু সময়ের অপেক্ষা।