- Home
- West Bengal
- West Bengal News
- বড় সংস্কারের পথে রাজ্য বিজেপি? রাজ্য কমিটি ঢেলে সাজানোর তোড়জোড় গেরুয়া শিবিরে
বড় সংস্কারের পথে রাজ্য বিজেপি? রাজ্য কমিটি ঢেলে সাজানোর তোড়জোড় গেরুয়া শিবিরে
পুরনো রাজ্য কমিটি আর চাইছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একই মত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের। বিজেপি সূত্রের খবর আরএসএস চাইছে রাজ্য বিজেপির কমিটিতে আসুন ৭০-৮০ শতাংশ নতুন মুখ। তেমনই নির্দেশ আরএসএস-এর।

বিজেপিতে বড় সংস্কার?
বঙ্গ বিজেপিতে বড় ধরনের সংস্কার হতে পারে। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে। শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন চার মাস হয়েগেল। এখনও নতুন রাজ্য কমিটি গঠন করা হয়নি। পুরনো কমিটি চলছে। কিন্তু সেই কমিটি আর চাইছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একই মত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের। বিজেপি সূত্রের খবর আরএসএস চাইছে রাজ্য বিজেপির কমিটিতে আসুন ৭০-৮০ শতাংশ নতুন মুখ।
আরএসএস-এর নির্দেশ
অমিত শাহ সম্প্রতি রাজ্য বিধানসভা ভোটের আগে নির্বাচনী পর্যবেক্ষক গিসেহে দায়িত্ব দিয়েছেন ভুপেন্দ্র যাদবকে। কিন্তু তিনি সম্প্রতি রাজ্যে আরএসএস-এর দফতর কেশব ভবনে গিয়েছিলেনয়। সেখানেই তাঁকে রাজ্য সংগঠন ঢেলে সাজাতে নির্দেশ দিয়েছে আরএসএস। সেখানেই পুরনো অকেটে বা দলবদলু নেতাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আরএসএস।
পুরনোদের ফেরাতে নির্দেশ
বিজেপি সূত্রে খবর, এবার নতুন রাজ্য কমিটিতে পুরনোদের ফেরাতে হবে। শুধু তাই নয়, পুরনো নেতাদের যোগ্য সম্মান দিয়েই ফেরাতে হবে। তাই গুঞ্জন দিলীপ ঘোষকে নিয়ে। তিনিও পুরনো নেতা। রাজ্যের সবথেকে সফল সভাপতি। বর্তমানে তাঁকে দলেই নিষ্ক্রীয় করে রাখা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এবার দিলীপ কি কতটা সক্রিয় করা হবে তাই নিয়েও প্রশ্ন রয়েছে।
সম্প্রতি কোর কমিটির বৈঠক
সম্প্রতি ভোটের রণকৌশল ঠিক করতে কোর কমিটির বৈঠক হয়েছিল। সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি। অন্যদিকে ব্যক্তিগত কারণে গরহাজির ছিলেন শান্তনু ঠাকুর। বাকি সব রাজ্য নেতারা উপস্থিত ছিলেন বৈঠক। বিজেপি সূত্রের খবর খুব দ্রুত নতুন কমিটি গঠন করতে চাইছে বিজেপি।
গোষ্ঠী দ্বন্দ্ব
বিজেপি সূত্রের খবর রাজ্য কমিটি গঠনে বিজেপির সবথেকে বেশি সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব। আর সেই কারণে রাজ্য বিজেপি পদাধিকারীদের নামই ঘোষণা করতে পারছেন না ভূপেন্দ্র যাদব। তাতেও সমস্যা বাড়ছে। নির্বাচনী কাজে দেরী হচ্ছে। উল্টে বিজেপির সামনে এবার বড় চ্যালেঞ্জ তৃণমূলকে হারিয়ে নবান্ন দখল করা।

