- Home
- West Bengal
- West Bengal News
- মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যাবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট? পরিবেশ আদালতের রায়ের অপেক্ষা
মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যাবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট? পরিবেশ আদালতের রায়ের অপেক্ষা
আইনি জটিলতায় সোনাঝুরি হাট আদৌ চালু থাকবে কিনা, নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এই প্রশ্নেই এখন শান্তিনিকেতনজুড়ে জল্পনা তুঙ্গে। দূষণ বনাম জীবিকা, সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষায়।

হস্তশিল্পীদের সোনাঝুরি হাটের ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তায়। হাটের ভবিষ্যত জাতীয় পরিবেশ আদালতেই ঝুলে। রায় পিছিয়ে আগামী ২ এপ্রিল হবে। মঙ্গলবার চূড়ান্ত রায় হওয়ার কথা থাকলেও তা না হয়নি।
অন্যদিকে, হাজার হাজার হস্তশিল্পী ও হাট ব্যবসায়ীর জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনি জটিলতায় সোনাঝুরি হাট আদৌ চালু থাকবে কিনা, নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এই প্রশ্নেই এখন শান্তিনিকেতনজুড়ে জল্পনা তুঙ্গে। দূষণ বনাম জীবিকা, সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষায়।
দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের অভিযোগ সোনাঝুরি হাটকে ঘিরে। সপ্তাহের প্রায় ছয় দিন হাট বসায় সেখানে উপচে পড়া ভিড়, শব্দদূষণ বেড়ে চলেছে বলেও অভিযোগ। এই সব অভিযোগ তুলেই পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন। অভিযোগের পরেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বনদপ্তর আদালতে হলফনামা জমা দেয়।
দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের অভিযোগ সোনাঝুরি হাটকে ঘিরে। সপ্তাহের প্রায় ছয় দিন হাট বসায় সেখানে উপচে পড়া ভিড়, শব্দদূষণ বেড়ে চলেছে বলেও অভিযোগ। এই সব অভিযোগ তুলেই পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন। অভিযোগের পরেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বনদপ্তর আদালতে হলফনামা জমা দেয়।
২০১৬-১৭ সাল থেকে সোনাঝুরি হাটের পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। খাতায়-কলমে যেখানে ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১,৮০০ জন। বাস্তবে সেখানে প্রায় চার হাজারেরও বেশি ব্যবসায়ী হাটে বসেন বলে অভিযোগ। বনদপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালানো হলেও, কিছুদিন পর ফের বেনিয়ম শুরু হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
এদিকে, পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় উদ্বিগ্ন সোনাঝুরি হাটের হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষার দাবি বনাম হাট বাঁচানোর লড়াই। দূষণ বনাম জীবিকা-হস্তশিল্পীদের সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায়। সেই দিকেই তাকিয়ে সকলে।
এদিকে, পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় উদ্বিগ্ন সোনাঝুরি হাটের হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষার দাবি বনাম হাট বাঁচানোর লড়াই। দূষণ বনাম জীবিকা-হস্তশিল্পীদের সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায়। সেই দিকেই তাকিয়ে সকলে।

