- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: এই মহার্ঘ ভাতা বৃদ্ধি কি বাংলার সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে পারবে? কি বলছে সরকারি কর্মীরা
DA Hike: এই মহার্ঘ ভাতা বৃদ্ধি কি বাংলার সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে পারবে? কি বলছে সরকারি কর্মীরা
পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে রাজ্যের কর্মীদের মধ্যে একটি বিরাট ব্যবধান এবং অসন্তোষ তৈরি হয়েছে।

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান।
মুখ্য়মন্ত্রী আরও বলেন ২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। ৭৫ হাজার কোটির দেনা শোধ করে কিভাবে করছি?
২০১৯ সালের ডিএসহ সরকারি কর্মচারীদের ২.৫৭ গুণ বেতন বেড়েছে। এবারের রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা ১৮% হারে ডিএ পান।
রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন। কুৎসায় কান দেবেন না। ২০১৯ সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল?
অনেকেই অনুমান করছেন এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী।
৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর!