Hooghly Crime News:  কোচিং সেন্টারে কাজে গিয়ে নির্যাতনের শিকার তরুণী। মালিকের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly Crime News: রাজ্যে ফের নারী নির্যাতনের ঘটনা। এবার রিসেপশনিস্টের চাকরিতে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। শ্লীলতাহানির শিকার তরুণী। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া স্টেশন রোডে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত কোচিং সেন্টারের কর্নধারকে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, টেলিফোন মারফত ডাক পেয়ে শুক্রবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ভদ্রেশ্বরের ওই তরুণী। নির্যাতিতা ওই তরুণী জানান, তার মা সঙ্গে ছিলেন। সব কিছু ঠিক হওয়ার পর শনিবার কাজে যোগ দেওয়ার দিন ছিল। সেইমতো শনিবার সকালে একাই কাজে যোগ দিতে আসেন তিনি।

ঠিক কী অভিযোগ জানিয়েছেন ওই তরুণী? 

অভিযোগ সংস্থার কর্ণধার শ্যামল দাস সে সময় সেন্টারে একাই ছিলেন। ওই তরুণীকে কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় খারাপ স্পর্শ করতে শুরু করেন। ঘরের আলো নিভিয়ে ছিটকানি বন্ধ করে দিয়ে শ্লীলতাহানী করেন বলেও অভিযোগ।তরুণী ভয় পেয়ে কোনও ভাবে দরজার ছিটকানি খুলে দৌড়ে বেরিয়ে আসেন খালি পায়ে। 

ছুটতে ছুটতে চুঁচুড়া স্টেশনে পৌঁছে যান। এক টোটো চালকের সাহায্যে ওই এলাকার দুই মহিলাকে গোটা ঘটনার কথা জানান। তার ব্যাগ জুতো মোবাইল সব সেন্টারেই পরে ছিল। এরপর ওই মহিলারা তরুণীর বাড়িতে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা ঘটনা জানতে পেরে চড়াও হয় সংস্থার অফিসে। অভিযুক্তকে চড়থাপ্পড় দেয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এরপর আক্রান্ত তরুণীর বাবা এসে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানান অভিযুক্ত কোচিং সেন্টারের কর্নধারের বিরুদ্ধে । 

অন্যদিকে, শিশু চুরির অভিযোগে এক মহিলাকে গাছে বেঁধে মারধর। বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ঘটনাটি ঘটছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে। শনিবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শাহানারা মোল্লা নামে এক এক গৃহবধূ জানান তার বছর দুয়েকের শিশুকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল এক মহিলা।

জানা গিয়েছে, এরপরে গ্রামের মানুষজন খবর পেয়ে সেই মহিলাকে ধরে নিয়ে আসে এলাকায়। এরপর তাকে মারধর করা হয় এমনকি গাছে দড়ি বেঁধে তাকে মারধর করে এলাকার মানুষজন ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর থানার পুলিশ এর পরে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন বাসন্তী থানায়। শাহানারা পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনার পরে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।