Burdwan Crime News: সম্পত্তিগত বিবাদের জের! ঘরে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিলো ছেলে। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Burdwan Crime News: ‘আমাকে বাঁচাও’, ‘আমাকে বাঁচাও’ চিৎকার ঘর থেকে ঘুমন্ত অবস্থায় বন্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল সৎ ছেলে। ঘটনায় মৃত্যু হয়েছে মা সন্ধ্যারানি মিস্ত্রীর। বয়স৪২ বছর। জখম তিনজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার উদয় কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ায় মঙ্গলবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, জমি-জায়গা নিয়ে বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দেন ছেলে। এতে প্রাণ হারালেন সৎ মা। গুরুতর দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরিবারের আরও তিনজন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণপদ মিস্ত্রি । তাঁর স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি। দুই সন্তান বাদল মিস্ত্রি। এবং সুমিত্রা বিশ্বাস। হঠাৎই আগুনে ঘর ভরে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে তালা ভাঙেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘরে ঢুকেই দেখা যায় চারজন দগ্ধ অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছেন।

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা স্ত্রী সন্ধ্যা মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। মৃত সন্ধ্যা মিস্ত্রি অভিযুক্ত বাবলু মিস্ত্রির সৎ মা বলে জানা গেছে। তাঁকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ, ঘরে আগুন লাগাতে গিয়ে সেও গুরুতরভাবে পুড়ে যায়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান এসডিপিও (সদর সাউথ) অভিষেক মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বসাক এবং খণ্ডঘোষ থানার ওসি অনুপ বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগও।

 ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানান ঘর থেকে শব্দ শোনা যাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, তখন বাইরে বেরিয়ে দেখি দাও দাও করে জ্বলছে আগুন, গ্রামের সকল লোককে ডেকে পাইপ দিয়ে জল ঢেলে আগুন নেভানো হয়।স্থানীয়রা আরোও জানান গ্রামের সকলে এসে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের তিনজনকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।