সংক্ষিপ্ত

  • করোনা আতঙ্কে রক্ষে নেই
  • এবার ডেঙ্গুর প্রকোপ শ্রীরামপুরে
  • আক্রান্ত মহিলা থানার ওসি
  • এলাকায় ছড়াল চাঞ্চল্য
     

 করোনার মাঝেই এবার ডেঙ্গুর প্রকোপ! মশাবাহিত রোগের শিকার হলেন মহিলা পুলিশকর্মী। আতঙ্ক আরও বাড়ল হুগলির শ্রীরামপুরে।

আরও পড়ুন: বাড়িতে চড়াও হয়ে 'মারধর' শ্বশুরবাড়ির লোকেদের, অপমানে আত্মহত্যা যুবকের

গোটা রাজ্যের মতো হুগলি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। বাদ যাচ্ছেন না পুলিশকর্মীরাও। আক্রান্ত হয়েছেন অনেকেই। চণ্ডীতলা থানায় কর্মরত এক কনস্টেবল মারাও গিয়েছেন। এর আগে গত কয়েক বছর ধরে জেলার সর্বত্রই বিশেষ করে শ্রীরামপুর পুর এলাকায় ডেঙ্গুর প্রকোপও ছিল যথেষ্টই। এবারও করোনা আতঙ্কের মাঝেই খোঁজ মিলল ডেঙ্গু আক্রান্তেরও।

চন্দননগর কমিশানারেটের অধীন শ্রীরামপুর মহিলা থানায় ওসি পদে কর্মরত বর্ণালী গঙ্গোপাধ্যায়। গত বুধবার শেওড়াফুলিতে ফাঁড়ি ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি-এর। পুলিশ সূত্রে খবর,  পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা নেন এই মহিলা পুলিশ আধিকারিক। এরপর যখন চূঁচুড়ায় পুলিশ আবাসনে ফেরেন, তখন আচমকাই প্রবল জ্বর আসে। করোনা নয় তো? তড়িঘড়ি বর্ণালীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন রকমের পরীক্ষাও করা হয়। আর তাতেই ডেঙ্গুর ধরা পড়ে।

আরও পড়ুন: সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের প্রতিবাদ, বাসন্তী হাইওয়েতে সিপিএমের মিছিল

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শ্রীরামপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতি বছরই বর্ষার শেষে, পুজো মুখে রোগ ছড়ায় এলাকায়। আগাম  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবারও ডেঙ্গু রোধে অভিযানেও নেমেছে পুরসভা।