সংক্ষিপ্ত

  • সদ্য পাস হওয়া কৃষি বিলের প্রতিবাদ
  • বাসন্তী হাইওয়েতে মিছিল করল সিপিএম
  • বিলের বিরোধিতায় একজোট বিরোধীরা
  • দেশ জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিল নিয়ে গোটা দেশে বিতর্ক তুঙ্গে। বিলের বিরোধিতা করে একজোট বিরোধীরাও। বিলকে সর্বনাশ কৃষি বিল আখ্যা দিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিলের বিরোধিতায় সিপিএম পথে নামবে বলে জানিয়েছিলেন তিনি। 

মঙ্গলবার কৃষি বিলের বিরোধিতায় এ রাজ্যে পথে নামল সিপিএম। বসিরহাট মহকুমার মিনাখা বাসস্ট্যান্ড থেকে মিনাখা বাজার পর্যন্ত কুড়ি কিলোমিটার বাইক মিছিল করে সিপিএম। কৃষি বিলের বিরোধিতায় স্লোগাল দিয়ে মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকরা।   

আরও পড়ুন-'অতীত যাঁরা ভুলে যায়, ভবিষ্যৎ তাঁদের অন্ধকার', শুভেন্দুর মন্তব্যে জল্পনা

সিপিএমের দাবি, রাজ্যসভায় বেআইনিভাবে পাস হওয়া এই কৃষি বিল কৃষক বিরোধী। আগামী দিনে কৃষকদের ভয়ঙ্কর সমস্য়ার মধ্য়ে পড়তে হতে পারে বলে তাঁদের দাবি। পাশাপাশি, করনো আবহে পরিযায়ী শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজের দাবি জানিয়েছে সিপিএম।

আরও পড়ুন-'টাকা ধার নিয়ে ফেরত দেয়নি অনুব্রত মণ্ডল', ফোনে খুনের হুমকি দিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

কৃষি বিলের বিরোধিতায় মূলত, মালঞ্চ রোড, কলকাতা-বাসন্তী হাইওয়েতে মিছিল করে সিপিএম। বসিরহাট মহকুমার বেশ কয়েক জায়গায় পথসভা করা হয়। সেই পথসভা ও সিপিএমের মিছিলে অংশ নিয়েছিলেন কৃষকরাও।