সংক্ষিপ্ত

  • লকডাউনে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
  • খাদ্যের দাবিতে বিক্ষোভ মহিলাদের
  • বিক্ষোভ চলল বিডিও অফিসের সামনে
  • দক্ষিণ দিনাজপুরের ঘটনা
     

লকডাউনে দুর্ভোগ চরমে। পরিবারের সদস্যরা বাইরে আটকে পড়েছেন, ঘরে খাবার নেই। শিশুসন্তানকে কোলে নিয়ে এবার বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল হলেন কয়েকশো মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে।

আরও পড়ুন: রেশন কার্ড বন্ধক রাখা কালিন্দীদের গ্রামে জেলাশাসক, পেনশন থেকে শুরু করে ঘর তৈরির আশ্বাস

এ রাজ্যে বিভিন্ন প্রান্তে তো বটেই, কাজ করতে গিয়ে ভিনরাজ্যে আটকে পড়েছেন অনেকেই। লকডাউনের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরাই। রোজগার বন্ধ, খাবারও জুটছে না। দুর্ভোগে পড়েছেন তাঁদের পরিবারের লোকেরাও। অথচ প্রশাসনের হুঁশ নেই! অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিডিও অফিসের সামনে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দেখা করা কিংবা সমস্যা শোনা তো দূর, উল্টে তাঁদের দেখলেই গাড়ি ঘুরিয়ে চলে যান বিডিও। লকডাউনের বাজারে কাজ ও খাদ্যের বন্দোবস্ত দাবি তুলেছেন মহিলারা। 

আরও পড়ুন: কেন্দ্রের পাঠান চাল ঠিকমত বিলি হচ্ছে না রাজ্যে, এই অভিযোগে কী বললেন রাজ্যপাল শুনেনিন

আরও পড়ুন: বাউল আর ঝুমুর গানে ঘরে থাকার বার্তা, লকডাউনে পথে নামলেন লোকশিল্পীরা

এদিকে অফিসের সামনে বিক্ষোভ চলছে, তখন হরিরামপুরের বিডিও সিমান বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি। এমনকী, ফোনও ধরেননি তিনি। হরিরামপুর পঞ্চায়েত সমিতির মধুমিতা রায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।  দিন কয়েক আগে খাদ্যের দাবিতে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ ছিল, রেশন থেকে পর্যাপ্ত খাদ্যসামগ্রী পাচ্ছেন না। স্থানীয় পঞ্চায়েত সদস্য কোও খোঁজ খবর রাখেননি। সাহায্য মিলছে না প্রশাসনের তরফেও।