রোহিত-বাবর থেকে শাকিব, জানুন এশিয়া কাপে ৬টি দেশের অধিনায়কদের বেতন কত
Aug 30 2022, 04:53 PM ISTশুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) । এবার প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রতিযোগিতা চলাকালীন ক্রিকেটের বাইরে অন্যান্য নান বিষয় নিয়ে ক্রিকেট ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। আজ আপনাদের জানাবো এশিয়া কাপে যে ছটি দেশ খেলছে তাদের অধিনায়কদের রোজগার কত ( Asia Cup 2022 6 Captaun Salary)।