বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২ বল খেলেই আউট, বাবর আজমের খারাপ ফর্ম অব্যাহত
বেশ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও রান পেলেন না বাবর। তাঁর খারাপ ফর্ম নিয়ে চিন্তায় পাকিস্তান শিবির।
| Published : Aug 21 2024, 06:24 PM IST
- FB
- TW
- Linkdin
আন্তর্জাতিক ক্রিকেটে টানা দেড় বছর ধরে বাবর আজমের খারাপ পারফরম্যান্স অব্যাহত
২০২৩ সাল থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তিনি এখনও ফর্মে ফিরলেন না।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারলেন না বাবর আজম
বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান বাবর আজম।
বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শুরুটা খুব খারাপভাবে করে পাকিস্তান। ৮.২ ওভারের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসেন বাবর আজমরা।
পাকিস্তান দ্রুত জোড়া উইকেট হারানোর পর ক্রিজে যান বাবর আজম, কিন্তু তিনিও দ্রুত আউট হয়ে যান
পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক এবং অধিনায়ক শান মাসুদ দ্রুত আউট হয়ে যান। এরপর বাবর আজমও আউট হয়ে গেলেন।
শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ধরা পড়ে ক্রিজ ছাড়তে হয় বাবর আজমকে
শরিফুল ইসলামের প্রথম বলে ডিফেন্সিভ শট খেলেন বাবর আজম। পরের বল তাঁর ব্যাটের কানায় লেগে লেগ সাইডে চলে যায়। দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস।
দেড় বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বড় রান পাচ্ছেন না বাবর আজম
২০২৩ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ২৫৩ রান করেছেন বাবর আজম। তাঁর ব্যাটিংয়ের গড় মাত্র ২১.০৮।
দেড় বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করতে পারেননি বাবর আজম
২০২৩ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৪১ রান করেন বাবর আজম। এটাই গত দেড় বছরেরও বেশি সময়ে টেস্টে তাঁর সর্বাধিক স্কোর।
পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওডিআই, টি-২০ ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না বাবর আজম
বাবর আজমের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের নক-আউটে পৌঁছতে পারেনি পাকিস্তান। খারাপ পারফরম্যান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বাবরকে।
বাবর আজম ফর্মে না থাকায় সমস্যায় পড়েছে পাকিস্তান দল, দীর্ঘদিন ধরে সাফল্য আসছে না
শান মাসুদের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে সম্প্রতি সাফল্য পাচ্ছে না পাকিস্তান। বাবর আজম ফর্মে না থাকায় সমস্যা হচ্ছে।
বুধবার টেস্ট ক্রিকেটে অষ্টমবার রান করার আগেই আউট হয়ে গেলেন বাবর আজম
দেশের মাটিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে রান করার আগেই আউট হয়ে গেলেন বাবর আজম। তিনি টেস্টে সবমিলিয়ে অষ্টমবার রান করার আগেই আউট হয়ে গেলেন।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রান করার আগেই আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গের মুখে বাবর আজম
সোশ্যাল মিডিয়ায় অনেকে বাবর আজমকে 'জিম্বাবর' বলে কটাক্ষ করেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে বাবর দ্রুত আউট হয়ে যাওয়ার পর ফের ব্যঙ্গের মুখে পড়েছেন।
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার লক্ষ্যে পাকিস্তান দল
এখনও পর্যন্ত কোনওবারই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান। এবারও অনেক পিছিয়ে বাবর আজমরা। তবে তাঁরা এবার ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন।