উন্মুক্ত বক্ষ নিয়ে কটাক্ষ, নিন্দুকদের পাল্টা তোপ দাগলেন 'সেক্সবম্ব'উরফি
Oct 28 2022, 05:46 PM ISTদিওয়ালির শুভেচ্ছা জানাতে নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন উরফি জাভেদ। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। উরফির এই অশালীন আচরণ মোটেই পছন্দ হয়নি সুধাংশ পান্ডের। ঔদ্ধত্যের একটা সীমা থাকা উচিত বলেই মনে করেছেন অনুপমা ধারাবাহিক খ্যাত অভিনেতা। এবার সুধাংশকে পাল্টা তোপ দাগলেন উরফি। ফ্যাশনিস্তা বলেন, অনুপমায় সংলাপ পাচ্ছেন না বলেই কি উরফির ঘাড় দিয়ে একটু প্রচার করে নিচ্ছেন?